নগরীর জিইসি’র মোড়ে ফুট ওভার ব্রিজ স্থাপন করা হোক

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্তর্গত জিইসি মোড় হলো একটি গুরুত্বপূর্ণ জনপদ। এই মোড়কে ব্যবহার করে প্রতিদিন গড়ে প্রায় হাজার খানেক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একজায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। বিশেষ করে সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়, ইস্পাহানি স্কুল, ওমর গনি এম. . এস কলেজ, সরকারি মহিলা কলেজ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সহ আরে বিভিন্ন ছোট বড় স্কুল কলেজের শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে এই রাস্তার একপাশ থেকে অন্যপাশে পারাপার করে। ফলে রাস্তার জেব্রা ক্রসিং এবং জেব্রা ক্রসিং ছাড়া মানুষের পারাপারের কারণে গাড়ি চালক ও পারাপারের উভয়েরই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এমতাবস্থায়, সকল সরকারি বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি পেশা এবং শিক্ষার্থীদের ঝুকি ও সড়ক দুর্ঘটনার কথা বিবেচনা করে জিইসি মোড়ে জরুরি ভিত্তিতে ফুট ওভার ব্রিজ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে অনুরোধ করছি।

মোহাম্মদ আবীর চৌধুরী

সিপিডিএল রহিম প্লাজা,

খুলশী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনীরদ সি চৌধুরী : মননশীল লেখক ও চিন্তাবিদ
পরবর্তী নিবন্ধআসুন ডেঙ্গু রোধে সচেতন ও সতর্ক হই