নগরীর ছয় থানায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

নগরীর ছয় থানায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির আকার ৩১ সদস্যের। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পদক মো. বেলায়েত হোসেন বুলুর যৌথ স্বাক্ষরে গতকাল কমিটির অনুমোদন দেয়া হয়। রাশেদ খান বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে বলেন, থানাগুলোতে আগে স্বেচ্ছাসেবক দলের কমিটি ছিল না।
গঠিত কমিটির মধ্যে বাকলিয়া থানায় মো. দুলালকে আহবায়ক ও মো. শামীমকে সদস্য সচিব করা হয়। এছাড়া পতেঙ্গা থানায় জাহাঙ্গীর আলম আহবায়ক ও কাওসার আলম কায়সার সদস্য সচিব, হালিশহর থানায় আনোয়ারুল কাফি মুন্না আহববায়ক ও মুরাদুল আলম সদস্য সচিব, ইপিজেড থানায় মো. ইউছুপ সুমন আহবায়ক ও মিজান হোসেন সদস্য সচিব, বন্দর থানায় মো. রিয়াজুদ্দিন রাজু ও মোহাম্মদ আরমান শুভ সদস্য সচিব এবং পাহাড়তলী থানায় মো. আনিসুজ্জামান আহবায়ক ও মো. ইসকান্দরকে সদস্য সচিব করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেলের বাজার ফের অস্থির
পরবর্তী নিবন্ধবিএনপির পরিকল্পিত লকডাউনটা কি