নগরীর ছোট বড় সব সড়ক শুকনো মৌসুমে ঝকঝকে হয়ে যাবে

প্যাঁচ ওয়ার্ক কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র লিটন

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৩২ পূর্বাহ্ণ

শুকনো মৌসুমের আগেই নগরীর ছোটবড় সব সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারদের দিকনির্দেশনা দিয়েছেন চসিক ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন।গতকাল সোমবার আগ্রাবাদস্থ বড়পুল হতে চৌছালা পর্যন্ত সড়কে প্যাঁচ ওয়ার্ক কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প২০৪১ দিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রাম শহরের অবকাঠামো খাতকে ঢেলে সাজানো হচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বন্দর নগরী চট্টগ্রামকে সাজাতে না পারলে বড় বড় মেগা প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এই বিবেচনায় চট্টগ্রাম নগরীর সকল ছোট বড় সড়ক গুলোকে এই শুকনো মৌসুমের মধ্যে সংস্কার করে ঝকঝকে করে তুলতে হবে।

তিনি সড়কের প্যাঁচ ওয়ার্ক যে গুলো করা হচ্ছে তা যেন টেকসই হয় সে দিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, সহকারী প্রকৌশলী তৌহিদুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে ইয়াবা উদ্ধার মামলায় দুই যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধস্বর্ণ চোরাচালান মামলায় ফটিকছড়ির যুবকের ১০ বছরের কারাদণ্ড