নগরীর চান্দগাঁওয়ে ইয়াবাসহ আটক ১

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৩:১২ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার অভিযানে মোঃ পারভেজ (২৬) এক মাদক ব্যবসায়ী ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) চান্দগাঁও থানাধীন ইস্পাহানি জেটিরোড এলাকা থেকে তাকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির দৈনিক আজাদীকে বলেন, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হন পারভেজ। পরে তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোরাই সিএনজি বিক্রি করতে গিয়ে ধরা ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৮ মামলার আসামি ও ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত নুরু গ্রেপ্তার