চট্টগ্রাম–৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে জুমা চকবাজার এলাকার কাপাসগোলা জামতল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ গণসংযোগ শুরু হয়।
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম–৯ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম ফজলুল হক। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নগরবাসীর পাশে আছি। মানুষের দুঃখ–কষ্ট, সমস্যা ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আরও সংগঠিতভাবে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নগরবাসীর খেদমত করার সুযোগ দিন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আব্দুল হান্নান, মুহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, আব্দুল্লাহ সাকিব, আব্দুল রহমান, সাইফুল, ফোরকান, নিজাম উদ্দিন মানিক প্রমুখ। পরে তিনি মুন্সি পুকুর লেইন, দেবপাহাড় এলাকায় গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












