নগরীর অর্ধেকের বেশি এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ

অনন্যা আবাসিকের কাছে জলাবদ্ধতা প্রকল্পের কাজে কাটা পড়েছে পাইপলাইন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-১ এর উৎপাদন বন্ধ মেরামতে দুই-তিন দিন লাগবে : কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

জলাবদ্ধতা নিরসনে সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেনকুয়াইশ সড়কে ওয়াসার মূল সঞ্চালন লাইনের পাইপ কেটে যাওয়ায় নগরীর অর্ধেকের বেশি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। কেটে যাওয়া পাইপলাইন মেরামত করতে আগামী দুই থেকে তিন দিন লাগবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন। তিনি বলেন, তবে নগরীতে পানি সরবরাহ আগের মতো স্বাভাবিক হতে ১০ থেকে ১২ দিন লাগতে পারে।

এদিকে মূল পাইপলাইন কেটে যাওয়ায় ওয়াসার রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর উৎপাদিত পানি নগরীতে আসতে না পারায় এই প্রকল্পের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ঠিকাদার কর্তৃক উন্নয়ন কার্যক্রম চলাকালে গত সোমবার দুপুরে অনন্যা আবাসিক এলাকায় অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর পানি আসা বন্ধ হয়ে যায়।

ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, রাঙ্গুনিয়াস্থ ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর উৎপাদিত পানি অক্সিজেনকুয়াইশ সংযোগ সড়কের মাধ্যমে ওয়াসার নাসিরাবাদ রিজার্ভারে আসে। সেখান থেকে নগরীর বিশাল এলাকায় সরবরাহ করা হয়। বিশেষ করে এই প্রকল্পের পানি যায় নগরীর বৃহত্তর হালিশহর, বৃহত্তর আগ্রাবাদ, নয়াবাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, সিইসি, ২ নং গেট, বায়েজিদ, নাসিরাবাদ, অক্সিজেন, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, আন্দরকিল্লাসহ বিশাল এলাকায়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)মুহাম্মদ আনোয়ারা পাশা আজাদীকে বলেন, সামনে রমজান। আমরা রমজানে নগরবাসীর মাঝে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহের জন্য মিটিং করেছি। কিন্তু কিভাবে পানি সরবরাহ করব বুঝতে পারছি না। সিডিএ গত সোমবার দুপুরে অনন্যা আবাসিকের পাশে জলাবদ্ধতা প্রকল্পে খালের কালভার্ডের পাইলিং করতে গিয়ে ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে ফেলেছে। এটা চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পান সরবরাহ প্রকল্প১ এর মূল পাইপলাইন। এই পাইপলাইন কেটে যাওয়ায় এখন নগরীর ৩ ভাগের ২ ভাগ এলাকায় পানি সরবাহ বন্ধ। এটা দুঃখজনক। তারা যে খালে পাইলিংয়ের কাজ করছে, কাজ করার আগে আমাদের প্রকৌশলীরা ওই এলাকায় গিয়ে কিভাবে ম্যানুয়ালি কাজ করবে তাদেরকে সেটা দেখিয়ে দিয়ে এসেছে। তারা সেভাবে না করে স্কেভেটর দিয়ে কাজ করতে গিয়ে আমাদের পানি সরবরাহ প্রকল্পের সঞ্চালন পাইপলাইন কেটে ফেলেছে। হালিশহরের ওইদিকেও একটি পাইপলাইন কেটে ফেলেছে। এখন আমাদের চেষ্টা থাকলেও রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ কিভাবে করব? তার ওপর শুষ্ক মৌসুম। নদীতে পানির লেভেল কমে যাচ্ছে। কাপ্তাই লেকের পানি কমে যাচ্ছে। স্যালাইনিটি বেড়ে গেলে স্বাভাবিকভাবে উৎপাদন কমে যায়। তারপরও আসন্ন রমজানে নগরবাসীর মাঝে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহে সকল প্রকৌশলী, মড এবং প্ল্যান্টের কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর পানি রাঙ্গুনিয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পরিশোধিত হয়ে যে সঞ্চালন লাইন দিয়ে নগরীর নাসিরাবাদ রিজার্ভারে যায় সেই পাইপলাইনের অনন্যা আবাসিক এলাকায় অঙিজেনকুয়াইশ সংযোগ সড়ক এলাকায় কেটে গেছে। আমরা সকাল থেকে এখনো ঘটনাস্থলে আছি। এটা মূল সঞ্চালন লাইনের পাইপ (৪৮ ইঞ্চি জিআই পাইপ)। গত সোমবার থেকে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প১ এর পানি উৎপাদন বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন দ্রুততম সময়ের মধ্যে মেরামতের জন্য চেষ্টা করছি। এই প্রকল্প থেকে প্রতিদিন ১৪ দশমিক ৩ কোটি লিটার পানি উৎপাদন হয়। আকস্মিক এই দুর্ঘটনা ফলে নগরীর বিশাল এলাকায় পানি সংকট সৃষ্টি হতে পারে। বিষয়টি নগরবাসীকে সহজভাবে মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নি ঝরানো আন্দোলন গড়ে তোলার প্রতীক্ষায় ছিল পুরো জাতি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা