নগরীতে ৪ ব্যবসায়ীকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে টিসিবির তেল বিক্রির জন্য মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মোহরার কাজীর হাট এলাকার ৪ ব্যবসায়ীকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মোহরার বার আউলিয়া বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানকে টিসিবির বোতলজাত সয়াবিন তেল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার আলহা ট্রেডার্সকে বোতলজাত তেল বেশি দামে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় ১৫ হাজার টাকা এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকার আঞ্জুমান ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ছোরাসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার