নগরীতে ৩৩ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

লকডাউন অমান্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত লকডাউন সফল করতে গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। অভিযানে লকডাউন অমান্য করার দায়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ১৮ হাজার ৩৫০ টাকা। জেলা প্রশাসেনর স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, লকডাউন সফল করতে নগরীর পাঁচলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন। তিনি ২টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১টি মামলায় ২শ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা খুলশী, বায়েজিদ ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালিয়ে ৮টি মামলায় ২৮৫০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সর্বাত্মক লকডাউন মেনে চলার ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক নগরীর খুলশী, বায়েজিদ ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালান। তিনি ৩টি মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ৫০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মাসুদ রানা পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বাকলিয়া ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ৩১০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস পাহাড়তলী, হালিশহর ও আকবরশাহ এলাকায় মোবাইল অভিযান চালিয়ে ৮টি মামলায় ২৮০০ টাকা জরিমানা আদায় করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘এক হ্যালোতেই মিলবে অক্সিজেন সিলিন্ডার’
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় তদারকি জরুরি