চট্টগ্রাম নগরীতে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন রাসেলকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুইটি মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা নং-১২৯০/১৬, সিআর নং-৮১০/১৫ সংক্রান্ত ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন রাসেলকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ঐ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।