সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে পার্কিং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ ও ট্রাক চালকদের হামলার পর প্রাইম মুভার শ্রমিকরা সড়ক অবরোধ করে, যা এখনও চলছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আজ বুধবার সরেজমিনে দেখা যায়, কাস্টমস ও সল্টগোলা মোড়ে উভয়পাশের সড়ক অবরোধ চলছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বন্দরের পাশাপাশি পতেঙ্গা, অলংকার ও বিমানবন্দর এবং শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বিক্ষোভকারী চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কবির আহম্মদ বলেন, “শ্রমিকরা তাদের সহকর্মীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে, যা রপ্তানি-আমদানির কার্যক্রম ব্যাহত করছে। আমরা তাদের অবরোধ প্রত্যাহারের জন্য বোঝানোর চেষ্টা করছি।”
এদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করেছেন, সংঘর্ষের পর তাদের কয়েকজন সহকর্মী নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী বলেন, “সংঘর্ষের পর প্রায় ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের শ্রমিকদের ওপর হামলার দায়ীদের বিচার চাই।”