নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট কর্তৃক ‘প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রতিযোগিতা–২০২৫’ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে গত ৩০ জানুয়ারিবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণ ও ব্যবহারিক বিষয় তুলে ধরার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের জন্য এই আয়োজন। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ–পরিচালক ফরিদুল আলম হোসাইনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার উত্তম খীমা। প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক–ইনচার্জ মোহাম্মদ ইকবাল আজম চৌধুরী। চমৎকার এই আয়োজনে বিদয়ালয়ের সকল শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলেছিল। প্রেস বিজ্ঞপ্তি।