নগরীতে রাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১:০৮ অপরাহ্ণ

দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গুনিয়ার এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন। তার নাম ইকবাল হোসেন চৌধুরী মিল্টন (৫১)।

তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রবিবার (৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে নগরীরের ২নং গেটের ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচলাইশ মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, দেশের পট পরিবর্তনের পর মিল্টন এলাকা ছেড়ে চলে যান। তিনি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে পুলিশ ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে এক্সেলশিওল সুজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ চারজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার