নগরীতে মৌসুমের প্রথম বৃষ্টি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি নেমেছে জনজীবনে। চৈত্রের শুরুতে কয়েকদিনের তীব্র গরমের মাঝে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। ঝড়ো বৃষ্টি আরো কয়েকদিন চলতে পারে বলে আবহাওয়া বিভাগ আভাস দিয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে। চলতি মাসে আরো ২৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল দিনভর আকাশ বেশ মেঘলা ছিল চট্টগ্রামে। সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দিনকয়েকের তীব্র তাপমাত্রার মাঝে গতকালের পয়লা বৃষ্টি বেশ স্বস্তি আনে প্রকৃতিতে। তাপমাত্রা কমে চারদিকে শীতল আবহ বিরাজ করে। আরো অন্তত তিন দিন হালকা বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও শংকা রয়েছে।

ধুলোবালিতে শহরের অবস্থা বেশ শোচনীয় হয়ে উঠেছিল। হঠাৎ বৃষ্টিতে ধুলোবালি কমে যাওয়ায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। আগ্রাবাদ শেখ মুজিব রোডের একজন ব্যবসায়ী জানিয়েছেন, ধুলোবালিতে আমাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আজকের বৃষ্টির পর ধুলোবালি কমেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২২ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে। এ সময় দিনের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতে সামান্য কমতে পারে। এরপর সপ্তাহের শেষে আবার তাপমাত্রা বাড়তে পারে বলেও আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডা. মঈনুল ইসলাম রোটারি গভর্নর নির্বাচিত
পরবর্তী নিবন্ধযানজট নিরসনে বিশেষ পরিকল্পনা