নগরীতে মোটরসাইকেলসহ চোর চক্রের ১ জন গ্রেফতার

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চকবাজার থানা এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

থানা সূত্র জানায়, চান্দগাঁও থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাহাত্তারপুল এলাকা থেকে চোরাই হওয়া মোটরসাইকেল (চট্টমেট্টো-হ-১৮-৪১৫১) সহ আসামি নুর উদ্দিন রিফাত (২৪) কে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থার জন্য তাকে আদালতে তোলা হয়েছে বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসৌদি রিয়াল দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নিয়ে উধাও, লোহাগাড়ায় গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধখুলশীর কাঠালবাগানে পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ