৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানসিক ভারসাম্যহীনদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ শেখ রাসেল চত্বরে ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বাদশাহর আয়োজনে বৃহস্পতিবার হুইল চেয়ার, শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলা প্রসাশক মমিনুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আ জ ম জামশেদ খোন্দকার, চট্টগ্রাম জেলা এডাবের সভাপতি জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম জেলার সহ সভাপতি আলী সিকদার ও চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় সমন্বয়ক নিবেদিতা চাকমা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদী ক্রীশা, চট্টগ্রাম জেলা নাজির জামাল উদ্দিন, ভবঘুরে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এম এ মারুফ, লায়ন মো. ইব্রাহিম, আনোয়ার হোসেন মামুন, বদরুল ইসলাম, আরমান, মুন্নি আকতার, মো, নুরু, এরশাদুল ইসলাম, শাহারাত উদ্দীন রাজু। প্রেস বিজ্ঞপ্তি।