নগরীতে ভেজাল বিরোধী ও উচ্ছেদ অভিযান, জরিমানা

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনে’র নেতৃত্বে আজ বৃহস্পতিবার নগরীতে ভেজাল বিরোধী ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুুত, মেয়াদবিহীন পণ্য রাখা ও অপরিচ্ছন্ন কাঁচা ও রান্না করা খাবার একসাথে ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে জিইসি মোড়স্থ ক্যান্ডি কারখানাকে ৪০ হাজার ও ডিয়ারলি ফুড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে জিইসি মোড় থেকে ২নং গেইট পর্যন্ত রাস্তার উভয়পাশেরর্¦ ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

পূর্ববর্তী নিবন্ধআবহাওয়ার অজুহাতে উখিয়ায় এলেন না ড. এনায়েতুল্লাহ আব্বাসী, ফেরত দিলেন বুকিংয়ের ৪ লাখ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডাকাতির সময় পুলিশ দেখে মালামাল রেখে পলায়ন