নগরীতে বিধিনিষেধ বাস্তবায়নে মার্কেট শপিংমলে অভিযান

সতর্ক ও জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে নগরীর গুরুত্বপুর্ণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে জনসাধারণকে সতর্ক করা হয়। এছাড়া বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, গতকাল সোমবার নগরীর খুলশী থানাধীন সেন্ট্রাল প্লাজা, স্যানমার শপিং মল, পাঁচলাইশের মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। তিনি সতর্ক করার পাশাপাশি দুই জনের বিরুদ্ধে দুটি মামলা দিয়ে জরিমানা আদায় করেছেন ৪০০ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী নগরীর লালদীঘি, হাজারী গলি ও আন্দরকিল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। বিশেষ করে এসব এলাকায় থাকা ওষুধের দোকানদারদের সতর্ক করেন তিনি। স্বাস্থ্যবিধি অমান্য করায় একজনের কাছ থেকে তিনি ২০০ টাকা জরিমানা আদায় করেন। নগরীর রিয়াজুদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান। তিনিও জনসাধারণকে স্বাস্যবিধি মেনে চলতে সতর্ক করেন এবং একজনকে ২০০ টাকা জরিমানা করেন।
সার্বিক বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার পিযুষ কুমার চৌধুরী আজাদীকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে আজকেই (গতকাল) প্রথম অভিযান পরিচালিত হয়েছে। গেল কয়েকদিন পরিচালিত অভিযানগুলো ছিল নিয়মিত অভিযান। যাহোক, আমরা মাঠে গিয়ে জনসাধারণকে করোনার বয়াবহতা বুঝানোর চেষ্টা করেছি এবং সতর্ক করেছি। কয়েকজনকে জরিমানাও করেছি। বিধিনিষেধ বাস্তবায়নে আমাদের অভিযান চলতে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিকের বিনামূল্যের বই ভাঙারির দোকানে
পরবর্তী নিবন্ধ৯০ বছর বয়সে বিয়ে