নগরীতে বাস-মিনিবাস জরিপ কার্যক্রম সোমবার পর্যন্ত বৃদ্ধি

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে চলাচলরত হিউম্যান হলার জরিপ কার্যক্রম গত ১০ আগস্ট বুধবার থেকে শুরু হয়ে ২৭ আগস্ট শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়েছে। এ সময়ে ১নং রুট থেকে ১৮নং রুট পর্যন্ত ও ইপিজেড স্পেশাল সার্ভিসসহ রুট পারমিট ইস্যুকৃত ১ হাজার ১২০টি এবং আবেদিত ১৬৭টি গাড়ির মধ্যে জরিপে অংশগ্রহণ করেছে ৮৮৫টি। জরিপ কার্যক্রম চলাকালীন যে সকল বাস-মিনিবাস অংশগ্রহণ করতে পারেনি সে সকল গাড়ির জরিপের জন্য আরও ২ দিন সময় বৃদ্ধি করা হয়েছে।
আজ রোববার ও কাল সোমবার প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স মাঠে হাজির করতে সিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মালিক শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিএমপির ট্রাফিক বিভাগ বাস ও মিনিবাস মালিক-শ্রমিকদের সহযোগিতা কামনা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়েতের প্রতি ভালোবাসার শিক্ষা দিচ্ছে কাগতিয়া দরবার
পরবর্তী নিবন্ধডিজিজ বায়োলজি রিসার্চ গ্রুপের জিনোম সিকুয়েন্সিং কর্মশালা