নগরীতে ফোম কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে চারিয়াপাড়ায় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের বাসার পাশে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির উদ্দিন বলেন, চারিয়া পাড়ায় কাউন্সিলরের বাসার পাশে ম্যাক্স নামের একটা ফোম কারখানায় আগুন লাগে। আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধবিজিবির অভিযানে ২১ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
পরবর্তী নিবন্ধঢাকায় ছাত্র আন্দোলনে অংশ নেওয়া চকরিয়ার সিফাতের হদিস নেই