নগরীতে ফেন্সিডিলসহ ৮ মামলার যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার একটি বিশেষ অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ এক আসামিকে গ্রেপ্তার করেছেন।

গত বৃহস্পতিবার রাত ১২টা ২৫ মিনিটে পাহাড়তলী থানাধীন ৩ নম্বর রেল গেটের পশ্চিম পাশে সেন্টুর গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ।

অভিযান নেতৃত্ব দেন এসআই রিয়াদ, এএসআই সৌমিত্র এবং সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার যুবকের নাম মো. ফয়সাল চৌধুরী ইমন (২৪)। সে নগরীর পাহাড়তলি থানা এলাকার কলেজ রোড ফইল্যাতলী বাজার এলাকার বাঁচা মিয়া চৌধুরী বাড়ির মো. দিদারের ছেলে।

গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আগেও নগরীর বিভিন্ন থানায় ৮টির অধিক মামলা রয়েছে। ওসি বাবুল আজাদ বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নতুন করে (মামলা নং০২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের এই অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধদৃঢ়তার জয় গান: বিবিসি হানড্রেড উইম্যান ২০২৪
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী নোয়াজিষপুর ইউনিয়ন শাখার সভা