নগরীতে পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন জেলরোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও বিক্রি করায় অপরাধে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিনতে আরা এই অভিযান পরিচালনা করেন। এসময় ১১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ আইনে পলিথিন বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করা হলেও নগরের জেলরোড এলাকায় আল মদিনা প্যাকেজিং ও মেসার্স এম আজিজ এন্টারপ্রাইজ নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি করে আসছে।

অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে দোকান দুটিকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পরিদর্শক আশফাকুর রহমান, সিনিয়র টেকনেশিয়ান ওমর ফারুক ও উজ্জ্বল বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধদিশেহারা মানুষের পথপ্রদর্শক ছিলেন আবদুল কাদের জিলানী (রা.)
পরবর্তী নিবন্ধফ্রিজের শর্টসার্কিটে আগুন, কর্ণফুলীতে পুড়ল ৩ বসতঘর