চট্টগ্রামে পরিবহন খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন গতকাল বুধবার বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রামের ১৪তম সভায় বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং শুরু হয়। সভার শুরুতে নিয়মিত কার্যবিবরণী উপস্থাপন করেন সদস্য সচিব কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবারারত।
সভার কার্যবিবরণী ও আলোচ্যবিষয় উপস্থাপন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক বিশ্বজিৎ শর্মা।
ঘাসফুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। ড. মনজুরুল উল আমিন চৌধুরী পরিবহন সেক্টরে শিশুশ্রম বিষয়ে ডিজিটালি উপস্থাপন করেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরে পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। হেলপার কাম অস্থায়ী ড্রাইভার হিসেবে কাজ করছে ৭১.৯০% শিশু।
পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে ঝূঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত হয়েছে ৩৬.৬৯% শিশু। শারীরিক নির্যাতনের শিকার ৯১.৪২% শিশু। যৌন নির্যাতনের শিকার ১২.৭২% শিশু। সংশ্লিষ্ট পক্ষ এগিয়ে এলে চট্টগ্রামে শিশুশ্রমে কমে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ডিসি সিএমপি, উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, পরিচালক সমাজসেবা অধিদপ্তর, পুলিশ সুপার শিল্পাঞ্চল চট্টগ্রাম, পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, উপপরিচালক বিআরএ, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, ইয়াসমীন পারভীন, শ্যামল ফ্রান্সিস রোজারিও, ঘাসফুলের প্রল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।