চট্টগ্রাম নগরীতে নারী নির্যাতন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলমগীর কক্সবাজারের চকরিয়া পৌরসভার হাল কাকারা সওদাগর পাড়া ২নং ওয়ার্ড এর নুর মোহাম্মদের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ১৭৫৫/২০১৮ এ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (৯ )১ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায় আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।