নগরীতে দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এবং কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, নগরীর শাহ আমানত সেতুর টোল প্লাজায় এলাকায় মারছা বাসে তল্লাশি করে মো. কামাল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে বাকলিয়া এলাকায় শ্যামলী এনআর বাসে তল্লাশি চালিয়ে মো. শফি আলম নামের এক রোহিঙ্গাকে ৯১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া শাহ আমানত সেতুর ওজন স্কেলের সামনে মারছা বাসে অভিযান চালিয়ে মো. কাউছার ইউনুস নামের আরও এক রোহিঙ্গাকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া বসাক পাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা আজ