নগরে ছিনতাইকালে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. সালমান হোসেস প্রকাশ সালমান (২২) ও মো. মামুন (২০)। তাদের কাছ থেকে ছুরিকাঘাতে ব্যবহৃত ছোরা, ছিনতাইকৃত নগদ দেড় হাজার টাকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গন্তব্যে যাওয়ার সময় এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে কোতোয়ালী থানার ইস্পাহানি মোড় টু টাইগারপাস গামী রাস্তার পার্শ্বে নার্সারীর সামনে পাকা রাস্তার উপর পৌঁছে।
এসময় কয়েকজন ছিনতাইকারী তার ডান পায়ের হাঁটুর নীচে ধারালো ছোরা দিয়া রক্তাক্ত জখম করে। এছাড়া নগদ টাকা, বাইসাইকেল ও একটি নোকিয়া মোবাইল সেট নিয়ে যায়। ঘটনার পর অভিযান চালিয়ে সালমান ও মামুনকে গ্রেপ্তার করা হয়।