নগরীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম উদ্বোধন

রিহ্যাবের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

এডিস মশা ধ্বংস করব/ডেঙ্গুমুক্ত নগর গড়ব’ স্লোগানে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে গতকাল বুধবার দুপুরে দেবপাহাড়স্থ সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্প এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। এসময় অন্যদের মাঝে রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান () ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান () মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীন, মোরশেদুল হাসান, এএসএম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, সিপিডিএলএর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়িঘর পরিষ্কারপরিচ্ছন্ন রাখতে হবে যেন এডিস মশা ডিম পাড়তে না পারে, বংশ বৃদ্ধি করতে না পারে। ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাবের সময়োপযোগী এ উদ্যোগের প্রশংসা করে মেয়র বলেন, রিহ্যাব তাদের নির্মাণাধীন ভবনগুলোতে ডেঙ্গু প্রতিরোধে যে কার্যক্রম হাতে নিয়েছে, তা প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য আমি তাদের সাধুবাদ জানাই। রিহ্যাবের এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মেয়র।

বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বর্তমানে দেশের সর্বত্র বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাই আমরা রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীতে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের এ উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রমের আওতায় বর্ষা মৌসুমে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে নিয়মিত ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে। রিহ্যাবএর এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান আবদুল কৈয়ূম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধদুই ট্রেনে নতুন বগিতে যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধ৭৮৬