নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

নগরীতে আজ রোববার থেকে আবারো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে এবং বিভিন্ন উপজেলায় মিলে ২০টি ট্রাকে করে ন্যায্যমূল্যের নিত্যপণ্য সামগ্রী বিক্রি শুরু করবে টিসিবি। এসব ট্রাক থেকে ক্রেতারা পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। এই কার্যক্রম আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ। তিনি জানান, রবিবার থেকে চট্টগ্রামে টিসিবির ষষ্ঠ কিস্তির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম মহানগরী এলাকায় ১২টি ট্রাক এবং বিভিন্ন উপজেলায় ৮টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ৫৫ টাকায়, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় এবং প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকায় ক্রয় করতে পারবেন। একজন ক্রেতা দুই থেকে পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীরা দলের শত্রু এদের বয়কট করুন
পরবর্তী নিবন্ধবিজয় দিবস উপলক্ষে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের রচনা প্রতিযোগিতা