নগরীতে চোরাই সিএনজি চক্রের ২ সদস্য গ্রেফতার

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম বহদ্দারহাটে গোপন খবরে অভিযান চালিয়ে তিনটি চোরাই সিএনজি উদ্ধার করল সিএমপির গোয়েন্দা বিভাগের পশ্চিম ইউনিট। ধরা পড়েছে ভোলা থেকে আসা চক্রের দুই মূল সদস্য।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে চান্দগাঁও থানার খাজা রোডে অভিযান চালায় ডিবি টিম।

স্থানীয় বাবর চৌধুরীর গ্যারেজের সামনে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। আচরণে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই ফাঁস হলে সন্ধান মিলে চোরাই চক্রের পরিচয়।

গ্রেফতারকৃতদের নাম মোহাম্মদ আব্বাস (৩২) এবং মোঃ গিয়াস উদ্দিন (৩৫)। দু’জনেই ভোলা জেলার বাসিন্দা। আব্বাসের বাড়ি লালমোহনের তারাগঞ্জে আর গিয়াসের ঠিকানা তজুমদ্দিনের কোরালিয়ায়।

তল্লাশিতে ধরা পড়ে তিনটি চোরাই সিএনজি অটোরিকশা, সঙ্গে একগাদা ভুয়ো কাগজপত্র ও জাল নাম্বারপ্লেট।

ডিবি সূত্রে বলছে , এই চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে তা জাল কাগজে রেজিস্ট্রেশন করাত। এ কাজে তাদের সহায়তা করত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার জনৈক কবির মিস্ত্রি। তার খোঁজে তল্লাশি চলছে।

গ্রেফতারের পর জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। অটোরিকশা চুরির পর সেগুলোকে নতুন রূপ দিয়ে বাজারে ছাড়ত তারা। এ কাজে নাম্বারপ্লেট ও রেজিস্ট্রেশনের জালিয়াতি ছিল মূল অস্ত্র।

ডিবি জানিয়েছে,গ্রেফতার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ভবনের ছাদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে গ্রেপ্তার ২৫, সক্রিয় ছিনতাই ও চোর চক্র ধরা