নগরীতে চিকুনগুনিয়ায় একদিনে আক্রান্ত ১০৯ জন

আরো ২৩ জনের ডেঙ্গু শনাক্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল একদিনে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ১০৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮৪ জনে। এছাড়া গতকাল নতুন করো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৬৫ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে এস তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রকোপ তেমন নেই। তবে চিকুনগুনিয়ায় আক্রান্তের তুলনামূলক বেশি। এছাড়া ডেঙ্গু আক্রান্তও হচ্ছেন অনেকে। এগুলো যেহেতু সংখ্যা মশাবাহিত রোগ, তাই নগরবাসীকে সতর্ক থাকতে হবে। সচেতন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগভীর সমুদ্রে মাছ ধরায় গুরুত্বের আহ্বান প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধ১৫টি কন্টেনার জাহাজ কমিয়ে ফেলার সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের