চট্টগ্রামে গতকাল একদিনে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ১০৯ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় মোট আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮৪ জনে। এছাড়া গতকাল নতুন করো ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৬৫ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে এস তথ্য জানা গেছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রকোপ তেমন নেই। তবে চিকুনগুনিয়ায় আক্রান্তের তুলনামূলক বেশি। এছাড়া ডেঙ্গু আক্রান্তও হচ্ছেন অনেকে। এগুলো যেহেতু সংখ্যা মশাবাহিত রোগ, তাই নগরবাসীকে সতর্ক থাকতে হবে। সচেতন হতে হবে।