নগরীতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ

মোহরা থেকে চালক ও হেলপার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটকালুরঘাট সড়কে চলন্ত বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৪টা পর্যন্ত বাস চালক, সুপার ভাইজার ও হেলপার মিলে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভিকটিম কিশোরীকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক ও হেলপার মো. হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকটিম কিশোরীর কাছ থেকে অভিযোগ পেয়ে গতকাল বিকালে নগরীর মোহরা এলাকা থেকে চান্দগাঁও থানা পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অপরজন অর্থাৎ বাস সুপার ভাইজার মো. মোবারক হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিম কিশোরীর বাড়ি কক্সবাজারে। তিনি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে থাকা বোনের বাসায় আসছিলেন। গত মঙ্গলবার দুপুর আড়াই টায় তিনি উক্ত বাসে উঠেছিলেন। বাস যথাযময়ে নগরীতে প্রবেশ করলেও গ্রেপ্তারকৃতরা ও পলাতক আসামি কিশোরীকে বাস থেকে নামতে দেয় নি। তারা কিশোরীসহ বাসটিকে বহদ্দারহাটকালুরঘাট সড়কে নিয়ে যান এবং দীর্ঘ ৯ ঘণ্টারও বেশি সময় ধরে কিশোরীকে বাসে আটকে রাখা হয় এবং পালাক্রমে ধর্ষণ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাস চালক মো. লোকমান প্রকাশ তারেক জেলার সাতকানিয়ার উত্তর পুরান ঘর এলাকার মো. শামশুল ইসলামের ছেলে। আর মো. হানিফ লোহাগাড়া থানাধীন মাদবর পাড়ার হাফেজ আহাম্মদের ছেলে। গ্রেপ্তারকৃত দুই ধর্ষক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত দুজন জানিয়েছেন, সুপার ভাইজারসহ তারা মোট তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামি মো. মোবারক হোসেনকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। ১৪ বছর বয়সী ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআম খাওয়ার ছুরি দিয়ে বন্ধুকে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসোলস-এর ৫ দশকের পথচলায় ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড’ কনসার্টের আয়োজন