নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

চমেক বার্ন ইউনিটে আশংকাজনক অবস্থায় ভর্তি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মা ও ছেলে মারাত্মক দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে মা ও ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ নং ওয়ার্ড বার্ন ইউনিটে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাত ১০টার দিকে নন্দনকাননস্থ ৩নং গলির হোসেন মঞ্জিলে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দ্বগ্ধরা হলেন নাসরিন (৩২) এবং তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ আল তায়িফ। সোমবার রাত সাড়ে ১০টায় তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতলের ৩৬নং ওয়ার্ড বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ