নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম শারমিন বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার দেড় বছরের একটি সন্তান রয়েছে। বিয়ে হয়েছে ৫ বছর আগে।
আশপাশের লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে সম্প্রতি শারমিন তার বাপের বাড়িতে চলে যান। গতকাল বৃহস্পতিবার শারমিনের বাপের বাড়ির লোকজন তাকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে দিয়ে যান। গতকাল বিকাল ৫টার দিকে নিজের বাসায় দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।