নগরীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা, আহত ১০

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহেদুল আলম আল জাহেদ, যুগ্ম সমন্বয়কারী অপূর্ব দেবনাথ, চান্দগাঁও থানার সদস্য সচিব শেখ মঈনুল আজাদ, হোটেল শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. ইছহাক, সদস্য মো. সুমন, নাগরিক ঐক্যের সংগঠক স্বপন মজুমদার, জেএসডির জবিউল ইসলাম ও শেখ মঈনুল। একজনের নাম জানা যায়নি। জাহেদুল আলম ও শেখ মঈনুল আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদের মাথা ফেটে গেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ভাসানী অনুসারী পরিষদ মিলে গঠন করা হয় ‘গণতন্ত্র মঞ্চ’। গতকাল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পালন করছিল সংগঠনটি।

হাসান মারুফ রুমী বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করছিলাম। বিআরটিসি এলাকায় সমাবেশের সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকালে নগর ছাত্রলীগের কোথাও কোনো কর্মসূচি ছিল না। সুতরাং বিআরটিসি মার্কেট এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের যাওয়ার প্রশ্নই উঠে না। তাই হামলার বিষয়টি অবান্তর।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার সাংবাদিকদের বলেন, বিআরটিসি এলাকায় যে তারা প্রোগ্রাম করবে সেটা আমাদের জানায়নি। মারামারির তথ্য আমাদের কাছে নেই। ঘটনা শোনার পর সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি টিম গিয়েছিল। কিন্তু তখন সেখানে কেউ ছিল না।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
পরবর্তী নিবন্ধশিশুটি আদালতে বলল, আমি কিছু বলতে চাই