নগরীতে কৃতী শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের সংবর্ধনা

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘পাইওনিয়ার মেধাবৃত্তি২০২৪’ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শিক্ষানুরাগী সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ কনিকা সুলতানা ও সাবরিনা সুলতানার যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোহেল আক্তার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এম.এন হুছাইন।

বিশেষ অতিথি ছিলেন রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), অধ্যক্ষ কাজী আবদুর রহমান, ডা. জাফর আলী, এম.এন জলিল, আমজাদ হোসেন, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, চাইল্ড ফেয়ার একাডেমি অ্যান্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ ফাউন্ডেশন একটি শক্তিশালী সামাজিক উদ্যোগ হিসেবে ভূমিকা রেখে চলেছে। আলোচনা শেষে শিক্ষানুরাগী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি সোহেল আক্তার খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিবিরহাটে নিখোঁজ কিশোরী হাটহাজারীতে উদ্ধার
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার প্রস্তুতি সভা