নগরীতে এড়িয়ে চলতে হবে যে সব সড়ক

জন্মাষ্টমীর শোভাযাত্রা কাল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

জন্মাষ্টমীর শোভাযাত্রায় নগরীর কিছু সড়ক এড়িয়ে চলতে যানবাহন ব্যবহারকারী ও চালকদের পরামর্শ দিয়েছে পুলিশ। আগামীকাল শনিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব উপলক্ষে নগরীতে বরাবরের মত শোভাযাত্রা বের করা হবে। নগরীর আন্দরকিল্লা জেএম সেন হল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চেরাগী পাহাড় হয়ে আবার জেএম সেন হলে গিয়ে শেষ হবে। এ জন্য শোভাযাত্রা চলাকালীন কিছু সড়কে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার কথা বলেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার তথ্য দিয়েছে।

এতে বলা হয়, শনিবার কে বি আবদুস সাত্তার রোডের মুখ থেকে গুডস হিল, চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির, সিনেমা প্যালেস ও দারুল উলুম রোডের সংযোগ স্থলে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে এসব সড়কে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শোভাযাত্রাটি আন্দরকিল্লা জেএম সেন হল থেকে আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদীঘির পাড়, সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানা মোড়, নিউ মার্কেট, আমতল, রাইফেলস ক্লাব, বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা), ডিসি হিল, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হলে এসে শেষ হবে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস সেল চালু করার ওপর জোর
পরবর্তী নিবন্ধসল্টগোলায় এসআইয়ের ওপর হামলার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার