নগরীতে ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ১৮

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১৬ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এদিকে অপর একটি অভিযানে নগরীর কোতোয়ালী ও চকবাজার এলাকা থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুই ইয়াবা পাচারকারী হলেন, টেকনাফের মো. ইউসুফের ছেলে মো. আয়াজ (১৮) ও মো. মোজাহারের ছেলে মো. আমান উল্লাহ (২২)। এর মধ্যে আয়াজ রোহিঙ্গা শরণার্থী বলে জানা গেছে। তিনি টেকনাফ লেদার ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা। তাদের বিরুদ্ধে কোতোয়ালী ও চকবাজার থানায় পৃথক মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরও ২০ এমপি দ্রুত আইনের আওতায় আসছে
পরবর্তী নিবন্ধজেদ্দায় বোমা হামলা আহত ৪