ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, ব্যর্থতার দায় স্বীকার করে সিইসিকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক পক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। কিন্তু বর্তমান সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে বারবার একটি নিরপেক্ষ জায়গায় পক্ষপাতদুষ্ট কমিশন নিয়োগ দিচ্ছেন। যারা ইনিয়েবিনিয়ে জাতিকে ধোকা দিয়ে বারবার প্রহসনের নির্বাচনের আয়োজন করে চলছে। বর্তমান কাজী হাবিবুল আউয়াল–এর নেতৃত্বাধীন কমিশন অতীতের মতো একই পদ্ধতি অবলম্বন করছে। অবিলম্বে এ নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শায়েখে চরমোনাইর উপর হামলা ও সিইসির অযাচিত বক্তব্য ও পদত্যাগের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ওয়াসা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য আবুল কাশেম মাতাব্বর, নগর সাধারণ সম্পাদক আল মুহাম্মদ ইকবাল, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ওয়ায়েজ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোয়াব মিয়া, মুহাম্মদ ইবরাহীম খলিল, মাওলানা মনছুরুল হক জিহাদী, মাওলানা ইমদাদুল্লাহ কবীর ভূঁইয়া, মাওলানা তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম, আল মিজান মুহাম্মদ নোহেল, মুহাম্মদ ইবরাহীম খলিল প্রমুখ। ওয়াসা চত্বর হতে চৌমুহনী হয়ে দেওয়ানহাট মোড় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।