চট্টগ্রাম নগরীতে এবার মাদক পাচারকালে কোতোয়ালী থানা পুলিশের জালে ধরা পড়েছে ইয়াছমিন আরা (৪৫) এবং শাহানা আক্তার (২৮) নামে দুইজন নারী পাচারকারী।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী থানাধীন কে সি দে রোড এলাকা থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কে সি দে রোডস্থ সিনেমা প্যালেস মোড় সংলগ্ন ইমরান স্টোর নামীয় চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামি দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। একজনের হেফাজত থেকে ১০০০ পিস ও অপরজনের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, ধৃত আসামিরা উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে সাময়িক অবস্থান করছিল বলে স্বীকার করে।