নগরীতে আবারো ওএমএসের চাল ও আটা বিক্রি শুরু

এবার পাঁচ কেজির বদলে জনপ্রতি চাল নিতে পারছে তিন কেজি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আবারো ওএমএস কার্যক্রম শুরু করেছে। সারাদেশের মতো গতকাল বুধবার চট্টগ্রাম নগরীতে ট্রাকের পাশাপাশি দোকানের ডিলারদের খোলা বাজারে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তবে এবার ক্রেতারা আগের মতো জনপ্রতি পাঁচ কেজি করে চাল পাচ্ছেন না। এবার জনপ্রতি তিন কেজি করে চাল দেয়া হচ্ছে।

যাতে করে অধিক সংখ্যক মানুষ চাল পায় এই জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এই কার্যক্রমে ট্রাক থেকে একজন ক্রেতা ৩০ টাকা দরে ৩ কেজি চাল কিনতে পারছেন। অপরদিকে পরিবেশকের দোকান থেকে একজন ক্রেতা ৩০ টাকা দরে ৩ কেজি চাল এবং ২৪ টাকা দারে ৩ কেজি আটা কিনতে পারছেন।

এই ব্যাপারে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের আজাদীকে বলেন, ঈদের পর আজ (বুধবার) থেকে আবার ওএমএস চালু হয়েছে। এবার ট্রাকে প্রতিদিন দেয়া হচ্ছে ২৮ মেট্রিক টন চাল এবং দোকানে ডিলারদের দেয়া হচ্ছে ২১ মেট্রিক টন চাল ও ২১ মেট্রিক টন আটা। এবার বেশি মানুষ যাতে চাল কিনতে পারেন সে কারণে জনপ্রতি বরাদ্দ তিন কেজি করা হয়েছে। আগে একটি ট্রাক থেকে পাঁচ কেজি করে ৪০০ জন ক্রেতা চাল কিনতে পারতেন। এখন তিন কেজি করে ৬৬৭ জন ক্রেতা চাল কিনতে পারবেন।

ঈদের আগে গত ১৮ এপ্রিল খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম বন্ধ হয়েছিল। প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর গতকাল নগরীর বিভিন্ন মোড়ে ওএমএসের চালের ট্রাকে সাধারণ মানুষের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধী যেই হোক ছাড় দেওয়া হচ্ছে না
পরবর্তী নিবন্ধবিনামূল্যের সোলারের জন্য নাম তোলার নামে অর্থ আদায়