নগরীতে আন-নাবিল বৃত্তি পরীক্ষা

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

নগরীর মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি প্রকল্প আন্‌নাবিল বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার ২৫ ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় নগরীর বিভিন্ন মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন আন্‌নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাছন, আন্‌নাবিল বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসাইন জুয়েল, আহ্বায়ক মুমিনুল হক ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও কেন্দ্রসমূহ পরিদর্শন করেন অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূঁইয়া ও আন্‌নাবিল বৃত্তি প্রকল্পের দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত আপসহীন থাকবে
পরবর্তী নিবন্ধস্বপ্নবাগিচা বিদ্যা নিকেতনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ