নগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. রুবেল, সোহানুর রহমান, আব্দুর রহমান, নাঈমউদ্দিন, আশফাকুর রহমান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মো. ইরফান, মো. মুন্না, জানে আলম, মো. আমজাদ হোসেন, ঝর্ণা আকতার, মো. জাহান এলাহী, তারেক হাসান, মো. পারভেজ, মো. আকবর, মোবারক হোসেন, পারভীন বেগম, সালমা বেগম, সাদিয়া আক্তার, আবু জাহিদ, মোজাম্মেল হক সিকদার, মো. সুজন, আলী আকবর সওদাগর, মো. সুমন, রিনা দাশ, কাউছার প্রকাশ কায়ছার, মো. লিটন প্রকাশ মজুমদার, মো. জুয়েল, মইন উদ্দিন মনির, আতিকুল ইসলাম জিন্নুর, শরিফ মিয়া, মো. আজুল হক প্রকাশ বাবু, মো. মানিক, মো. হৃদয়, সোহেল রানা প্রকাশ শাকিব, মো. মহিউদ্দিন, মো. রাজিব হোসেন প্রকাশ নাসির, শাহাদাত, জলিল আহম্মদ মো. তারেক হোসেন ও ১৫ বছরের একজন।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

পূর্ববর্তী নিবন্ধওজন নিয়ন্ত্রণ স্কেলের কারণে এখানকার ব্যবসায়ীরা বৈষম্যের শিকার
পরবর্তী নিবন্ধএনবিআর দুই ভাগ হচ্ছে, ঈদের আগেই অধ্যাদেশ : চেয়ারম্যান