নগরীতে অসামাজিক কার্যকলাপ, আটক ৭

| বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি, ২০২৫ at ৬:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে আসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী পুরুষকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয় নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় যুবককে গুলি
পরবর্তী নিবন্ধশাবান মাসের চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি