চট্টগ্রাম নগরীকে আর সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গতকাল শনিবার নগরীর বহদ্দারহাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জোবাইরুল আরিফ বলেন, জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও, মুরাদপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর মানুষ আর কোনো দ্বিতীয় হাসিনা মেনে নিতে প্রস্তুত নয়। তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীকে আর কখনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। নিজেদের অধিকার নিজেদেরই বুঝে নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই নগরীর নিরাপত্তা ও শাসনব্যবস্থা ফিরিয়ে আনা হবে।












