নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আমীর খসরু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ মে, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভিন্ন এক পরিস্থিতিতে এবারের ঈদ উদযাপন হতে যাচ্ছে। একদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস সারাদেশে মহামারী আকার ধারণ করেছে, অপরদিকে সরকার করোনা মোকাবেলা ও সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এই লকডাউনে অনেক শ্রমজীবী মানুষ মানবেতর জীবন-যাপন করছে কিন্তু সরকার তাদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। মহামারীর মধ্যেও সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন নিপীড়নে ব্যস্ত রয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদের আনন্দ উদযাপনের আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধডিজাইন সংশোধনের পর দৃশ্যমান হবে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে হুইপের ত্রাণ বিতরণ