নগরজুড়ে পুলিশের প্রচারণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ এপ্রিল, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে প্রচারণা চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কোথাও চলছে মাস্ক বিতরণ, কোথাও আবার মাইকিং। বিষয়টি নিশ্চিত করে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন আজাদীকে বলেন, করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। আমার থানা এলাকায় করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করছি বিভিন্ন মোড়ে। বিভিন্ন মার্কেটে মাইকিং করা হচ্ছে। কমিউনিটি সেন্টারগুলোতে গিয়ে বুকিং নেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার আহবান জানানো হচ্ছে। বিভিন্ন আড্ডাস্থলে জমায়েত হতে দিচ্ছি না।
অপ্রয়োজনীয় দোকান প্রসঙ্গে তিনি বলেন, ওষুধের দোকান খোলা থাকতে পারে, কিন্তু লন্ড্রি বা সেলুন রাত আটটার পর কেন খোলা থাকবে? রেয়াজউদ্দিন বাজারে রাত নয়টার পর বাজার করতে কে যাবে? কিন্তু দোকানগুলো খোলা থাকছে, জনসমাগম বাড়ছে। তাদের সচেতন করতে কোতোয়ালী থানার ১০ টি টিম বিভিন্ন স্থানে মাইকিং করছে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধশনাক্তে নতুন রেকর্ড