নকশা বহির্ভূত নির্মাণ, ৬ ভবনে সিডিএর অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নকশা বহির্ভূত নির্মাণের জন্য ৬টি ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভবনগুলোর নকশা লঙ্ঘন করে নির্মিত অংশ সিডিএ ভাঙার কাজ শুরু করে। নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, গোসাইলডাংগা ও হালিশহর এলাকায় পরিচালিত অভিযানে ভবন মালিকদের পৃথক পৃথক অংকের জরিমানা করা হয়। এ সময় ভবন মালিকেরা নিজস্ব খরচে নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলবেন বলেও অঙ্গিকারনামা প্রদান করেন।

চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করতে সিডিএর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে বলা হয়েছে যে, চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য কাজ করছে। এখানে কাউকে আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে দেয়া হবে না। যারা ব্যতিক্রম ভবন নির্মাণ করেছেন তাদেরকে নিজ নিজ দায়িত্বে নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার জন্যও সিডিএ’র অথরাইজেশন বিভাগ থেকে আহবান জানানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। এই সময় অথরাইজড অফিসার২ মোহাম্মদ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান, অথরাইজড অফিসার মোহাম্মদ হামিদুল হক, পেশকার ফয়েজ আহাম্মদ এবং সিডিএ’র ইমারত পরিদর্শনগণ অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি ২য় পরীক্ষায় অনুপস্থিত ১৬৪৩, বহিষ্কার ১০
পরবর্তী নিবন্ধমাদক সংশ্লিষ্টতার অভিযোগ, কুমিল্লায় মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা