নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকায় সিএনজি টেক্সিতে প্রতারক চক্রের কবলে পড়েছেন রমা রানী শীল নামে এক নারী। এ ঘটনায় প্রতারক চক্রের সদস্যরা নকল স্বর্ণের বার দেখিয়ে ওই নারীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণের কানের দুল। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতারক চক্রের দুজন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন জেসমিন আক্তার ও মো. আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ঘটনায় ব্যবহৃত টেক্সির চালক।
জানা গেছে, এ ঘটনায় জড়িত অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ছিনিয়ে নেওয়া টাকা ও স্বর্ণ তার কাছেই রয়েছে। জানা যায়, রমা রানী শীল নতুন ব্রিজ থেকে কোতোয়ালীতে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজি টেক্সি প্রতিজন ১০ টাকা ভাড়া বলে যাত্রী ডাকতে থাকলে তিনি ওই গাড়িতে ওঠেন। গাড়িটিতে প্রতারক জেসমিনসহ আরো দুজন ওঠে। টেক্সিটি পুরাতন ফিশারিঘাটের মুখে পৌঁছলে কৌশলে গাড়ি থামিয়ে রমা রানী শীলকে একটি নকল স্বর্ণের বার দেখানো হয় এবং তা আসল বলে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে। কিন্তু প্রতারকরা ব্যর্থ হয়। একপর্যায়ে তারা ভিন্ন কৌশলে রমা রানী শীলের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। প্রতারকের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে এ সময় চিৎকার দেন রমা রানী শীল। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজাদীকে বলেন, সিএনজি টেক্সিতে এক নারীর সাথে প্রতারণার ঘটনা ঘটেছে। দুজন আটক আছে। তাদেরকে রোববার (আজ) আদালতে পাঠানো হবে।