নকল গহনা বন্ধক দিতে গিয়ে ধরা পড়ল নারী

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

আসল স্বর্ণের গহনা দাবি করে নকল স্বর্ণের গহনা বন্ধক রাখতে গিয়ে ধরা পড়ল এক নারী। তার নাম রুমা আকতার। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাউজান ফকিরহাটের কাজী প্লাজায় গীতাশ্রী জুয়েলার্সে নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে গিয়ে সে ধরা পড়ে। ওই দোকানের কর্মরত রুবেল বলেন, ওই নারী তার ব্যাগ থেকে একটি চুরি, চারটি আংটি বের করে সেগুলো বন্ধক রাখতে প্রস্তাব দিয়ে ৬০ হাজার টাকা নিতে চান। দোকানদার তার প্রস্তাবে রাজি হয়ে গহনা গুলো যাছাই করে দেখে সেগুলো নকল স্বর্ণ।

এ অবস্থায় নকল স্বর্ণ নিয়ে প্রতারণা অভিযোগ এনে তাকে দোকানে বসিয়ে রাখা হয়। রাউজান জুয়েলার্স সমিতির সভাপতি শ্যামল দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রতারণা করতে আসা নারীকে তাদের এলাকার মানুষের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তারা বলেছেন, আগামী সোমবারের মধ্যে এই প্রতারণায় আরো কারা জড়িত তা বের করে রির্পোট দেবে। রির্পোট পেলে সমিতি আইনী পদক্ষেপ নেবে। এ বিষয়ে রাউজান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, এব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে সরকারের গোপন কৌশল জেনে গেছেন ফখরুল?
পরবর্তী নিবন্ধ১০ শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী খেলার মাঠ নেই একটিও