নকল ক্যাবল তৈরির দুই কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা-কারাদণ্ড

পাহাড়তলী-হালিশহর

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী ও হালিশহর এলাকায় নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির দুইটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুই কারখানার মালিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আদায় করা হয়েছে এক লাখ টাকা জরিমানা। এছাড়া ওই দুই কারখানা থেকে প্রায় ৮ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, একটি কারখানার মালিক জায়েদা বেগমকে (৬০) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক কারখানার মালিক রুবেলকে (২৯) কারাদণ্ড দেওয়া হয়েছে ১৫ দিন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ আদেশ দিয়েছেন।

র‌্যাব জানায়, কারখানা দুটিতে বৈদ্যুতিক নকল ক্যাবল তৈরি করা হতো। এরপর প্যাকেটে বিভিন্ন লেভেল লাগিয়ে সেগুলো বাজারজাত করা হতো। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে এসবের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানাটির বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেনি দণ্ডিতরা। এছাড়া একটি কারখানা থেকে সাড়ে চার লাখ এবং আরেকটি থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এ জন্য কারাখানা দুইটির মালিকদের আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসল্টগোলায় ইজারা দেয়া অস্থায়ী পশুর হাট বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধটানা পতনে সূচক সাড়ে ৫ বছর আগের অবস্থানে