পাকিস্তানের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নিয়ে সমালোচনা করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম এবং তার দলের আরও ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। সোমবার লাহোরের পুলিশ স্টেশনে দায়ের করা এফআইআর এর অভিযোগে বলা হয়েছে, সমপ্রতি লন্ডনের বাসভবন থেকে ভিডিও লিংকের মাধ্যমে শরিফ তার দু’টি ভাষণে পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। ওই বক্তব্যে শরিফ বলেছিলেন, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপই পাকিস্তানে সব সমস্যার মূল কারণ। মামলার অভিযোগে বলা হয়েছে, শরিফ তার বক্তব্যে পাকিস্তানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করেছেন এবং পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে চাইছেন। খবর বাংলানিউজের।
এর আগে গত মাসে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং আরও আটটি বিরোধী দল একজোট হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনে হস্তক্ষেপ করে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতায় বসানোর অভিযোগ করে। তারা দেশজুড়ে আন্দোলনের মাধ্যমে ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করেছে। তাদের অভিযোগ, ইমরান সরকার দেশ পরিচালনায় সব দিক দিয়ে ব্যর্থ।